Download Free BIGtheme.net
Home / জেলার খবর / সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি:  সিরাজগঞ্জের বনবাড়িয়ায় সিএনজি অটোরিকশা ও বাসের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার কামারখন্দ থানার চৌবাড়ি গ্রামের মাহাম উদ্দিনের ছেলে আলামিন এবং দুই ভাই একই গ্রামের হবিবর রহমানের ছেলে বেলাল হোসেন ও সোবাহান হোসেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকার পথে ছেড়ে যায় স্টারলিট পরিবহনের একটি বাস। বাসটি বনবাড়িয়ার চিড়ার মিলের কাছে পৌঁছালে একই দিকে চলা একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

Comments

comments