Download Free BIGtheme.net
Home / জেলার খবর / বৈশাখের সামগ্রী তৈরিতে ব্যাস্ত কুড়িগ্রামের মৃৎ শিল্পীরা

বৈশাখের সামগ্রী তৈরিতে ব্যাস্ত কুড়িগ্রামের মৃৎ শিল্পীরা

আরিফুল ইসলাম সুজন ( কুড়িগ্রাম): আবহমান বাংলার চিরায়ত জীবনাচরণের সাথে জড়িয়ে আছে মৃৎশিল্প। এক সময় মৃৎশিল্পীদের গড়া মৃৎপাত্র নির্ভর ছিল দৈনন্দিন জীবনযাত্রা। কালের বিবর্তনে তা কমে গেলেও নতুন বছর শুরুর সময়টাতে বাজারে মৃৎ শিল্পের চাহিদা বেড়ে যায়। তাই পহেলা বৈশাখের সামগ্রী তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের পালপাড়ার মৃৎ শিল্পীরা।

জেলার নয়টি পালপাড়ায় সহস্রাধিক পরিবার মৃৎশিল্পের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। বাঙালি ঐতিহ্যের ধারক হিসেবে নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে আয়োজিত মেলা ও অনুষ্ঠানগুলোতে মাটির তৈরি হাড়ি-পাতিল ও খেলনাসহ বিভিন্ন সামগ্রী বেশি বিক্রি হয়। এই আয়ের ওপর নির্ভর করে বছরের বাকি দিনগুলো চলে মৃৎ শিল্পীদের।

এ শিল্পকে বাঁচাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আকর্ষণীয় ও টেকসই সামগ্রী তৈরির প্রশিক্ষণ এবং সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন জেলা শহর লাগোয়া পালপাড়ার মৃৎ শিল্পীরা। আর কুড়িগ্রাম বিসিক জেলা শিল্প সহায়ক কেন্দ্র উপ-ব্যবস্থাপক মো. মকবুল হোসেন জানান, মৃৎশিল্পীরা আগ্রহী হয়ে এগিয়ে আসলে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

Comments

comments