আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনোয় প্রাইমারি স্কুলে বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী রয়েছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে স্যান বার্নারডিনোর নর্থপার্ক এলিমেন্টারি স্কুলের ক্লাসরুমে এ ঘটনা ঘটে। এতে দু’জন গুরুত্বর আহত হয়েছেন। খবর ফক্স নিউজের।
সিটি পুলিস চিফ জ্যারোড বুর্গান জানিয়েছেন, হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। যদিও অনেকরই দাবি হামলাকারী নিজেই আত্মহত্যা করেছে। ঘটনার পর বাকি ছাত্রছাত্রীদের নিরাপদে পাশের হাইস্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে হামলাকারী কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই সুইডেনের স্টকহলমে বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। ঘটনায় আইএস জঙ্গি সংগঠনের হাত ছিল। জঙ্গি নাশকতার শিকার হয়েছে রাশিয়া এবং লন্ডনও।
Comments
comments