Download Free BIGtheme.net
Home / শিক্ষা / এনইউবিটিকে’তে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

এনইউবিটিকে’তে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

শিক্ষা ডেস্ক: প্রকৃতির নিয়মে আসে বৈশাখ। আবারো এলো বৈশাখ। নতুন বছরের নতুন স্বপ্নের হাতছানি। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে শুভ সম্ভাবনার নতুন দিন আনবার প্রত্যয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে বাঙালি। পহেলা বৈশাখ জাতির জীবনে আসে দিনবদলের অঙ্গীকার নিয়ে।

বর্ণাঢ্য আয়োজনে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা বরণ করে নিল নতুন বর্ষকে। শুক্রবার বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান এমপি।

সকালে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মাচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আব্দুর রউফ এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী বাংলা বর্ষবরণ আয়োজন শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন শিববাড়ী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান এমপি বলেন, পহেলা বৈশাখ উদযাপন এর মাধ্যমে তরুন প্রজন্ম বাঙ্গালী সংস্কৃতির চেতনা ও ঐতিহ্য লালন করছে। এ সময় তিনি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক পরিমন্ডলেও অবদান রাখার জন্য  বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন।

পরে দিন ব্যাপী বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নর্দান ইউনিভার্সিটির সাংস্কৃতিক ক্লাব এর শিল্পীরা, এতে আবহমান বাঙ্গালী সাংস্কৃতির নানা ঐতিহ্য তুলে ধরা হয়।

বিকেলে ঢাকা থেকে আগত দেশের সুপরিচিত ব্যান্ড দল ‘অদিত এন্ড ফ্রেন্ডস্’ এর পরিবেশনায় বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়। এনইউবিটিকের দিনব্যাপী এই বৈশাখী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আভিভাবকদের পাশাপাশি নগরীর সর্বস্তরের মানুষের বিশাল জনসমাগম ঘটে। বর্ষবরণ অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতা করে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

Comments

comments