অাতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল: বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন, বন ও জলাভূমি সংকোচন, পাখি নিধন, শিকার ও পাচারের ফলে পরিযায়ী পাখির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এসব কারনে গনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রতি বছর ১০ মে পালিত হয় বিশ্ব পরিযায়ী পাখি দিবস। এবারও দেশের অন্যান্য স্হানের মতো মৌলভীবাজারে নানা অায়োজনে পালিত হবে এ দিনটি।
‘ পরিযায়ী পাখির ভবিষ্যৎই অামাদের ভবিষ্যৎ, পাখি ও মানুষের জন্য বাসযোগ্য পৃথিবী চাই’ – এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে অাগামীকাল নানা অায়োজনে দিনটি পালন করা হবে।
বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে কাল সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য সমাবেশ ও পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অভিমুখে র্যালির যাত্রা এবং বিদ্যালয় অডিটোরিয়ামে পরিযায়ী পাখির চিত্র প্রদর্শনী উদ্বোধন।
পরে বিদ্যালয় অডিটোরিয়ামে অালোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম। প্রধান অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল অাহমেদ, বিশেষ অতিথি থাকবেন মৌলভীবাজারেরর পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ, ঢাকা অঞ্চলের বন সংরক্ষক মো. জাহিদুল কবির প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন নেচার কনজারভেশন সোসাইটির প্রধান নির্বাহি পরিচালক ড. তপন কুমার দে। ‘ বাংলাদেশের পরিযায়ী পাখি’ শীর্ষক প্রবন্ধ উপস্হাপন করবেন বাংলাদেশ বার্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইনাম অাল হক, ‘ হাওর এলাকায় জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্হাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড.নিয়ামুল নাসের।
অালোচক হিসেবে বক্তব্য রাখবেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো.সেলিম, বণ্যপ্রানী ব্যবস্হাপনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো এবং বন সংরক্ষক অসিত রঞ্জন পাল।
বন অধিদপ্তর, নেচার কনজারভেশন সোসাইটি, এইডব্লিউএ, সিএমএস, নেচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাব, প্রকৃতি ও জীবন এবং অন্যান্য সংস্হার যৌথ উদ্যােগে মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হবে।
Comments
comments