Download Free BIGtheme.net
Home / বিনোদন / ঈদে তিশা-চঞ্চলের ‘মানি ইজ প্রবলেম’

ঈদে তিশা-চঞ্চলের ‘মানি ইজ প্রবলেম’

bdonline24_1214

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদের জন্য ছয় পর্বের একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ সেজান। নাটকটিতে জুটি বেঁধেছেন তিশা ও চঞ্চল। জুটি হিসাবে দারুন সফল নুশরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরী। নাটকের নাম ‘মানি ইজ প্রবলেম।’

‘মানি ইজ প্রবলেম’  নামের নাটকটির গল্পে দেখা যাবে কয়েক শত কোটি টাকার মালিক ছিলেন শিল্পপতি আমজাদ খান। তবু আরও টাকার জন্য তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

বাবার এই অকাল মৃত্যুর পর ব্যবসা বাণিজ্যের হাল না ধরে হঠাৎ দার্শনিক হয়ে যায় তার একমাত্র ছেলে আমির খান। তার মনে হয়েছে, একটা মানুষের জীবনে এতো টাকার দরকার নেই। তাই সে টাকা বিলিয়ে দিতে শুরু করে।

এতে আমির খান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়াও আছেন নুসরাত ইমরোজ তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, রিফাত চৌধুরী, মুনিয়া ইসলাম প্রমুখ।

আরটিভিতে আসছে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতি রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ‘মানি ইজ প্রবলেম’।

Comments

comments