Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / জামিনে মুক্তি পেলেন শফিক রেহমান

জামিনে মুক্তি পেলেন শফিক রেহমান

bdonline24_1293

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।

আজ মঙ্গলবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার‍-২ থেকে মুক্তি পান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যা’ পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেয়েছেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, সোমবার রাতে সাংবাদিক শফিক রেহমানের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে তা যাচাই-বাছাই শেষে দুপুরে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।

গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে জয়কে ‘অপহরণ করে হত্যা চেষ্টা’র পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Comments

comments