শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা মডেল কলেজের ২০১৬ সালের এইচএসসি ব্যাচের ফল বিপর্যয়ের শিকার ৪৬ জন শিক্ষার্থীর ফলাফল পুনঃনিরীক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই ৪৬ জন শিক্ষার্থীর ব্যানারে উক্ত মানববন্ধন কর্মসূচি’র অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত উক্ত কলেজের ফল বিপর্যয়ের শিকার সেবা খাতুনের সাথে কথা হলে তিনি জানান,এস.এস.সিতে আমি জিপিএ ৪.৮৮ অর্জন করি। ইংরেজীতেও এ গ্রেড পাই। এইচএসসিতে ইংরেজী দুই বিষয়ে আমার প্রাপ্ত নম্বর-৪১। তিনি আরো বলেন, হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ১১২নং কক্ষে অংশগ্রহনকারী ৪৬জন পরিক্ষার্থী’র সবাই ইংরেজীতে ফেল করেন। এদের মধ্যে কি কেউ পাশ করতে পারেনি? তাই ফলাফল পুন:নিরীক্ষার জন্য শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি আমি।
একই কথা বলেন শিক্ষার্থী লিমা, রাশেদ, স্মৃতি রানী, জাকিরুল ইসলাম ও মমিনুর রহমান। তারা সবাই আলিমুদ্দিন ডিগ্রী কলেজের ১১২ নং কক্ষে ইংরেজী পরিক্ষায় অংশগ্রহন করে। এ ভাবে সবার ফলাফল শুধু ইংজেীতে খারাপ হবে তারা কখনো ভাবতে পারেনি। সেবা খাতুনের মত এস.এস.সিতে সকলের ফলাফল ছিল এ-গ্রেড। তারা সকলেই ইংরেজী বিষয়ের খাতা পুনঃ নিরীক্ষার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডোর চেয়ারম্যানের প্রতি আহবান জানান।
এ ব্যাপারে হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষ ইউনুছ আলী বলেন, ২০১৬ সালে এইচএসসিতে ১৩২জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। তাদের মধ্যে পাশ করেন ৬৩জন। ফল বিপর্যয়ের শিকার ৮৬জনের মধ্যে ৪৬জন পরিক্ষার্থী আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ১১২নং কক্ষে পরিক্ষা দেন এবং তারা সবাই ফেল করেন। অত্র কলেজের মেধাবী শিক্ষার্থীরা ওই কক্ষে থাকায় তাদের ফলাফলের ক্ষেত্রে প্রত্যাশা বেশী থাকলেও তারা সবাই ফেল করেন। বিষয়টি রহস্যজনক মনে হয় বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, এ ব্যাপারে গত ২২ আগস্ট ২০১৬ তারিখে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে আবেদন করা হয়। যার ডকেট নং-৩৬৫৩।
Comments
comments