Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / শনিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

শনিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

bdonline24_1337

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে শুক্রবার ঢাকায় এবং শনিবার সারা দেশের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক যারা বাতিল করেছে তারাই মূলত স্বাধীনতাবিরোধী। এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণতার পরিচয় নয়, বাংলাদেশের রাজনীতিতে নিকৃষ্টতম একটা উদ্হরণ হয়ে থাকবে।

Comments

comments