Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ট্রাম্পকে ‘পাগালাটে’ বলে তিরস্কার করলেন ওবামা

ট্রাম্পকে ‘পাগালাটে’ বলে তিরস্কার করলেন ওবামা

photo_2586

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পকে ‘পাগালাটে’ এবং ‘অজ্ঞ’ বলে তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ওবামাকে পুতিনের সাথে তুলনার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন ওবামা। লাওসে বক্তব্য দেয়ার সময় ওবামা বলেন, সব সময় রিপাবলিকান এই প্রার্থীর বক্তব্য থেকে বুঝা যায় এক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি সম্পূর্ণ অযোগ্য। একটি টেলিভিশন ফোরামে ট্রাম্প পুতিনের ‘গ্রেট কন্ট্রোলের’ প্রশংসা করায় এতে তিনি ৮২ শতাংশ রেটিং পান।

ওবামা বলেন, আমি মনে করিনা এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য এবং সব সময় তিনি যে বক্তব্যগুলো দেন তার বেশীরভাগই অজ্ঞতার ভিত্তিতে। ‘আমি আপনাকে অন্তত এটা বলতে পারি যে গত আট কি নয়দিন আমি বিশ্বনেতাদের সাথে বৈঠকে ব্যস্ত ছিলাম, যা কিনা ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।’ ‘আপনাকে আসলে জানতে হবে আপনি কি নিয়ে কথা বলছেন আর প্রকৃতপক্ষে আপনার ‘হোমওয়ার্ক’ সম্পূর্ণ করতে হবে। আপনি যা বলছেন তা আসলে আপনি যতটুকু পারবেন তার চাইতেও বেশী বলছেন।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো নেতা বলে ঘোষণা দিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মাঝে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারির ই-মেইল হ্যাক করতে রাশিয়াকে আমন্ত্রণ জানিয়ে সমালোচিতও হন। তখন থেকেই বোঝা যাচ্ছিল রাশিয়ার প্রতি তার রয়েছে আলাদা দুর্বলতা। এবার তা আরো স্পষ্ট করলেন তিনি।

নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই প্রার্থীর জন্য আধঘন্টা করে সময় বরাদ্দ ছিল, একজনের সাক্ষাৎকার শেষ হওয়ার পর অপরজনের ডাক পড়ে। তবে টস ভাগ্যে ডেমোক্র্যা্টিক প্রার্থী হিলারি ক্লিনটন প্রথমে সুযোগ পান।

Comments

comments