বাংলাদেশ অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে না, রোগে-শোকে ভুগবে না। দারিদ্র বিমোচনে কাজ করছে সরকার।
বুধবার কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে দরিদ্র পরিবারের জন্য ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় ১০ কেজি দরে চাল বিক্রির উদ্বোধন উপলক্ষে সমাবেশে তিনি এ কথা বলেন।
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এ স্লোগানে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই অঞ্চলে আর কোনদিন মঙ্গা হবে না। মানুষ না খেয়ে মরবে না। তারা যেন স্বাস্থ্য সম্মত জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। ‘মঙ্গা’ শব্দটা যেন কুড়িগ্রাম বা রংপুরবাসীকে আর না শুনতে হয় সে ব্যবস্থা করা হয়েছে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস-মাদক ভয়াবহ আকার নিয়েছিল। আমরা সরকার গঠন করার পরে জঙ্গিবাদ-সন্ত্রাস কঠোরভাবে নিয়ন্ত্রণ করি। পরপর কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সেসবের সমাধান করেছি। ১০ ঘণ্টা মধ্যে অভিযান চালিয়ে বন্দিদের মুক্ত করেছি- পৃথিবীর কোনো দেশে এমন হয় না।
বাবা-মাকে তাদের সন্তানের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা লক্ষ্য রাখবেন কোনো শিক্ষার্থী দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত কিনা। থাকলে কেন অনুপস্থিত, তাদের সমস্যা কি জানার চেষ্টা করুন।
‘খাদ্যবান্ধব কর্মসূচি’তে দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে। প্রতি বছরের মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পাঁচ মাস কর্মসূচির আওতায় চাল পাবে পরিবারগুলো।
Comments
comments