Download Free BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / মাস্টারকার্ড-পেইপ্যাল চুক্তি সই

মাস্টারকার্ড-পেইপ্যাল চুক্তি সই

bdonline24_1314

অনলাইন ডেস্ক : দোকানে লেনদেন সুবিধা দিতে মাস্টারকার্ডের সঙ্গে চুক্তি করেছে পেইপ্যাল। অনলাইন লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেইপ্যাল, আর্থিক সেবাদাতা আরেক প্রতিষ্ঠান মাস্টারকার্ড-এর সঙ্গে একটি নতুন চুক্তি করেছে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক এই দুই প্রতিষ্ঠানের নতুন এই চুক্তি ফলে বিভিন্ন দোকানে লেনদেনের সুযোগ দেয়া হবে।

এ ক্ষেত্রে পেইপ্যাল ব্যবহারকারীদের একটি ক্রেডিট বা ডেবিট কার্ড-কে লেনদেনের ডিফল্ট মেথড হিসেবে বেছে নিতে সুযোগ দেবে। সেই সঙ্গে মাস্টারকার্ড-এর ট্যাপ-অ্যান্ড-পে ফিচারের মাধ্যমে হওয়া লেনদেনের ডেটাও শেয়ার করা হবে।

এ বিষয়ে মন্তব্যের পেইপ্যাল আর মাস্টারকার্ড-এর সঙ্গে তাত্ক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

Comments

comments