Download Free BIGtheme.net
Home / জাতীয় / অ্যাপস ‘আলাপান’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অ্যাপস ‘আলাপান’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bdonline24_1271

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দেশীয় মেসেজিং অ্যাপস আলাপান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এ অ্যাপসের উদ্বোধন করেন তিনি।

এ অ্যাপসের মাধ্যমে সরকারি কর্মকর্তারা দেশে-বিদেশ থেকে নিজেদের মধ্যে এবং গোষ্ঠীগত আলাপচারিতা বা গ্রুপসেট ও কথোপকথন করতে পারবেন।

‘আলাপন’ অ্যাপসটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের নিজস্ব এই অ্যাপসের সাহায্যে ১৪ লাখ সরকারি কর্মকর্তা নিজেদের মধ্যে ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্স ও নানা যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে স্বল্প ব্যয়ে করতে পারবেন।

Comments

comments