Download Free BIGtheme.net
Home / বিনোদন / দুই দিনে দুই লাখ ছাড়িয়েছে লোকালবাস

দুই দিনে দুই লাখ ছাড়িয়েছে লোকালবাস

bdonline24_1259

বিনোদন ডেস্ক : যারা গান আর মিউজিক ভিডিওর খোঁজখবর রাখেন। বাংলাদেশের গানের মিউজিক ভিডিওর ক্ষেত্রে ইতিহাস তৈরি করলো গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের লেখা এবং মমতাজ, প্রীতম ও সাফায়াতের গাওয়া ‘লোকালবাস’ গানটি। বাংলাদেশের গানের ইতিহাসে এমনটা আর ঘটেনি বলেই সবাই মনে করছেন।

গানটির একটি অংশের সুর করেছেন লুৎফর হাসান। ২ সেপ্টেম্বর রাত ৯টার পর গাঙচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয় তানিম রহমান অংশু নির্মিত মিউজিক ভিডিওটি।

৪ সেপ্টেম্বর সকাল ১২টা নাগাদ দেখা যায় ভিডিওটি ২ লাখ তিন হাজার আটশ নয় জন মানুষ দেখেছেন। তবে গাঙচিল কর্তৃপক্ষ মনে করছে গানটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে খুব শিগগিরই। অন্যান্য সব গানের রেকর্ড ভাঙবে এই গানটি।

Comments

comments