Download Free BIGtheme.net
Home / জাতীয় / রিশা হত্যার দায় স্বীকার ওবায়দুলের

রিশা হত্যার দায় স্বীকার ওবায়দুলের

Photo_2522

অনলাইন ডেস্ক : রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে হত্যার কথা স্বীকার করেছে ওবায়দুল হক। সোমবার আদালতে দেওয়া এক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিশাকে হত্যার কথা স্বীকার করে সে। ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব আসামির জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, জবানবন্দিতে রিশাকে হত্যার কথা স্বীকার করেছে ওবায়দুল। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলী হোসেন এ জবানবন্দি গ্রহণের আবেদন করেন।

গত ১ সেপ্টেম্বর তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। এরই মধ্যে ৪ দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহনের আবেদন করেন। গত ২৪ আগস্ট বুধবার রিশা স্কুল থেকে পরীক্ষা শেষে বের হয়ে পাশের ওভার ব্রিজের ওপরে উঠলে সেখানে তাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট তার মৃত্যু হয়।

Comments

comments