Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের মহড়া

অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের মহড়া

screenshot_35

আন্তর্জাতিক ডেস্কঃ  উরির সেনা হেডকোয়ার্টারে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় পাক সাংবাদিক হামিদ মীরের একটি টুইট ঘিরে শোরগোল পড়েছে।

গত রাতে হামিদ মীর টুইটে দাবি করেন, পাকিস্তানের আকাশে উড়তে দেখা গেছে F-16 যুদ্ধবিমান। টুইটারে তিনি লেখেন, রাত ১০টা ২০ মিনিট নাগাদ ইসলামাবাদের আকাশে F-16 উড়তে দেখা গেছে।  তার এই টুইট নিয়ে আলোচনা শুরুর পর ফের ১২টা নাগাদ তিনি একটি টুইট করেন।

তাতে তিনি লেখেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সেনা যে সচেতন এবং যুদ্ধের জন্য প্রস্তুত সেটা বোঝাতেই এই বিমান ওড়ানো হয়েছে। উরিতে জঙ্গি হামলার পর পাকিস্তানের কড়া সমালোচনা করে ভারত। সীমান্ত পেরিয়ে জঙ্গি হত্যা করে ভারতীয় সেনারা।

দু’দেশের চাপা উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাংবাদিকের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। তবে পাক সাংবাদিকের এই টুইটের সত্যতা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি।

Comments

comments

[X]