অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এই যুদ্ধ শুরু হয়।
‘খ’ ইউনিটের ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে তারা এ ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন। প্রতি আসনে লড়ছেন ১৫ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হ্যস্থ অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বদরুন্নেছা মহিলা কলেজ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে হলে যোগাযোগ করা যায় এরুপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বছর ৫টি ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন।
Comments
comments