বাংলাদেশ অনলাইন ডেস্কঃ দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল রোববার বিকেল ৫টায়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৫ সেপ্টেম্বর সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
এ অধিবেশনের জন্য পুরনো ১১টি বিলসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এটি হচ্ছে সংসদের শরৎকালীন অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে।
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সে হিসেবে ৬০ দিনের বাধ্যবাধকতা পূরণের জন্য এ অধিবেশন ডাকায় এর মেয়াদকাল সংক্ষিপ্ত হতে পারে।
Comments
comments