স্পোর্টস ডেস্কঃ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে হেসে খেলেই জিতল পাকিস্তান।
শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১১৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় পায় পাকিস্তান।
টসে জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। কিন্তু হায়! টি-টোয়েন্টি ক্রিকেটের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে যেন এদিন খোঁজেই পাওয়া যায়নি। মাত্র ২২ রানেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা। ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ডাওয়েন ব্রাভো। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন জেরোম টেইলর।
ওয়েস্ট ইন্ডিজের এই অল্প রানে আটকানোর মূল নায়ক ইমাদ ওয়াসিম। ৪ ওভার বল করে ৫ উইকেট তুলে নেন তিনি! বিনিময়ে রান দেন ১৪। আর ২ উইকেট নিয়ে তাকে সহায়তা করেন দলের অভিজ্ঞ বোলার সোহেল তানভীর। মোহাম্মদ নেওয়াজ ও হাসান আলী উভয়ই ১টি করে প্রতিপক্ষের উইকেট লাভ করেন।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া অল্প রানের জবাবে ব্যাট করতে নেমে আউট হন শুধু শারজিল খান। তাও ২২ রান করে দলকে সঠিক পথ দেখিয়েই। এরপর বাবর আজমকে সঙ্গী করে পথ না হারিয়ে জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়েন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান খালিদ লতিফ। দু’জনই অপরাজিত থাকেন। ৩২ বলে ৩৪ রান করেন লতিফ। আর টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাবর আজম প্রথম অর্ধশতক (৫৫) পূর্ণ করলে স্কোরবোর্ডে পাকিস্তানের রান দাঁড়ায় ১৪.২ ওভারে ১১৬/১। অর্থাৎ ৩৪ বল আগেই জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়েন তারা।
Comments
comments