অনলাইন ডেস্ক : এখন অনেক সহজেই, ইউটিউব থেকে ডাউনলো়ডার ছাড়া গান বা ভিডিও মুহূর্তেই ডাউনলোড করতে পারবেন। কী ভাবে? আসুন জেনে নিই। সেই সহজ পদ্ধতি
- প্রথমে ইউটিউবে যান। সেখানে আপনার পছন্দের গান বা ভিডিও সার্চ করে ওপেন করুন।
- সেই গান বা ভিডিওটি চালান। এর পর ইউআরএল youtube.com-এ গিয়ে youtube শব্দটি থেকে শেষ তিনটি লেটার ube ডিলিট করে দিন। সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন yout.com-এ
- একটা নতুন পেজ ওপেন হতেই ভিডিও বা গানের ফরম্যাটের(mp3/mp4) একটি অপশন আসবে। সেই সঙ্গে কোয়ালিটির অপশনও থাকবে। এর ঠিক নীচে লাল রঙের একটা ডট থাকবে। ওখানে গিয়ে ক্লিক করলেই গান বা ভিডিও ডাউনলোড হবে।
- এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। সেভ অপশন আসলে আপনার সুবিধামত ফোল্ডারে সেভ করুন।
- এরপর চালিয়ে দেখুন। অনেক সময় Select program আসতে পারে। আপনার কম্পিউটারের সুবিধা অনুসারে program select করুন।
Comments
comments