অনলাইন ডেস্কঃ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি পিস্তলসহ বাংলাদেশী বংশোদ্ভূত জার্মানির দুই নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ ও র্যাব তাদের আটক করে।
আটকরা হলেন- মনির বেন আলী ও আমিনুল ইসলাম।
বিমান থেকে নামার পর তাদেকে পিস্তলগুলোসহ আটক করা হয় বলে জানা যায়। তারা সেগুলোকে খেলনা পিস্তল বলে দাবি করে। পরে পরীক্ষা করে দেখা যায় পিস্তলগুলো আসল।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির জানান, গোপন সূত্রে খবর পেয়ে গ্রিন চ্যানেলে মালামালসহ তাদের তল্লাশি চালানো হয়। একটি কার্টনের ভেতর নয়টি ছোট আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
Comments
comments