অনলাইন ডেস্কঃ রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। অব্যাহত থাকবে দেশের প্রগতি ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ তাঁতীলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বক্তব্যে তিনি বলেন, “গোটা বিশ্ব আজকে বলছে, ‘ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ’।
“তাই আমি বলি, শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশও বেঁচে যাবে, অব্যাহত থাকবে দেশের প্রগতি ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার।”
রেলমন্ত্রী ‘প্রিয় নেত্রী’র জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “শেখ হাসিনা দেশ ও মানুষের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন। দেশের সার্বিক উন্নয়নে তার যে অবদান তা বলে শেষ করা যাবে না।”
বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধের বিচার প্রধানমন্ত্রীর দুটি ‘বড় অর্জন’ বলে মন্তব্য করেন মুজিবুল হক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে তাঁতীলীগের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. এম এ আজীজ। বক্তব্য প্রদান করেন তাঁতীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Comments
comments