মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে হাইরুস টুডু (৪০) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ সেচ পাম্পের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত হাইরুস পার্বতীপুর উপজেলার আমবাড়ি হাবিবপুর আদিবাসী পল্লীর মোয়ার্টিম টুডুর পুত্র।
২৮শে সেপ্টেম্বর (বুধবার) গভীর রাতে পুলিশ খবর পেলে, ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের মহেশপুর গ্রামের আবাদী জমির মধ্যে অবস্থিত সেচ পাম্পের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই দিন জমিতে কৃষক মনোরঞ্জন লাটকু এ ঘাস কাটতে গেলে সেচ পাম্পের ঘরে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পায়। বিষয়টি পাম্পের মালিক মৃত তমিজ উদ্দিনের পুত্র সাবেক মেম্বার মোঃ নবিউল ইসলামকে অবগত করে পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে, ২৯শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদ আলী জানান, নিত টুডুর পা দু’টি মাটি স্পর্শ করা অবস্থায় পাওয়া যায়। ময়না তদন্ত ছাড়া সুনিশ্চিত ভাবে বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে, বলে জানান তিনি।
Comments
comments