Download Free BIGtheme.net
Home / জাতীয় / দুর্গা প্রতিমা রাত ৯টার মধ্যে বিসর্জনের আহ্বান

দুর্গা প্রতিমা রাত ৯টার মধ্যে বিসর্জনের আহ্বান

photo_2897

অনলাইন ডেস্ক : বিজয়ার শোভাযাত্রা সন্ধ্যার মধ্যে শেষ করে রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জন পর্ব সম্পন্ন করার বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। ঢাকেশ্বরী মন্দিরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বলেন, আগামী ১১ অক্টোবর সন্ধ্যার মধ্যে বিজয়ার শোভাযাত্রা শেষ করা এবং রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, মহালয়ার মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে ৭ অক্টোবর শুরু হবে মূল পূজা। ১১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

এবার দুর্গাপূজার পর দিনই মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান আশুরা (১০ মহররম) থাকার বিষয়টি উল্লেখ করে তাপস বলেন, ‘দুই উৎসবের পবিত্রতা রক্ষায় আমাদের অঙ্গসংগঠনগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’ গত কয়েক বছরে হিন্দুসহ বিভিন্ন ধর্মীয় ব্যরক্তিত্বদের ওপর জঙ্গি হামলার প্রেক্ষাপটে এবার পূজার সময় সরকারের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যরবস্থা করা হচ্ছে।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলেন, গত বছর সারাদেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। এবার সে সংখ্যা বেড়েছে। এ বছর ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা হবে।

Comments

comments

[X]