Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কুমারীত্বের পরীক্ষা নেয়া উচিৎ’

‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কুমারীত্বের পরীক্ষা নেয়া উচিৎ’

bdonline24_1577

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে নারী শিক্ষার্থীদের কুমারীত্বের পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন মিশরের এক সংসদ সদস্য।

সম্প্রতি মিশরের উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে পাঠানো এক নোটিশে এ আহ্বান জানান এলহামি এগিনা নামের ওই সংসদ সদস্য।
তিনি ওই নোটিশে আরও উল্লেখ করেন, কুমারীত্বের পরীক্ষায় যারা সবুজ সংকেত পাবে বিশ্ববিদ্যালয়গুলোর উচিৎ কেবল তাদেরকেই এডমিশন কার্ড দেয়া।
এ ব্যাপারে এক সাক্ষাতকারেও ওই নেতা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক প্রত্যেক ছাত্রীর মেডিকেল টেস্ট নিয়ে সে সতী কিনা তা দেখা উচিৎ।’
তিনি আরও বলেন, ‘এ নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কারণ, হতাশ হওয়ার মানে হলো এই ভেবে ভয় পাওয়া যে, আপনার অজান্তে আপনার মেয়ে বিয়ে করে নিয়েছে।’
এগিনার এমন মন্তব্যে মিশর জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুক-টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই সমালোচনাটা বেশি হচ্ছে।

Comments

comments