সাহাদ, গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি : গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে সর্বস্তরের জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৪টায় পৌর এলাকায় উত্তর বাজারস্থ সুরমা ডাইক রোডে হাজার হাজার জনতার উপস্থিততে এ মানববন্ধন কর্মষূচি পালিত হয়েছে।
পৌর কাউন্সিলর এম ফজলুল আলমের সভাপতিত্বে ও তরুন সমাজসেবী মাওলানা আবুল হোসেন জিরানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আব্দুল আহাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এসএ মালেক, উপজেলা গণদাবী পরিষদের সভাপতি, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার হানিফ আলী, এলাকার প্রবীণ মুরব্বি ছিদেক আলী, তাবলীগ জামাতের আমীর আলকাছ আলী, জয়নাল আহমদ, তৈয়ব আলী, ব্যবসায়ী ফরিদ আহমদ, স্বরসতী জামে মসজিদের মোতায়াল্লী তছির আলী, ডা ধনু মিয়া, সাবুদ্দিন, দুলাল আহমদ, মোহাম্মদ সফিউল্লাহ, হাসির আলী, ব্যবসায়ী হাফিজুর রহমান জুবের, তরুন সমাজসেবী এফআই শাহেদ, মঞ্জুর আহমদ, ফুটবলার সালাহ উদ্দিন, ছালেহ আহমদ, খালেদ, আহাদ, ফজল আহমদসহ আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ।
সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে তিব্র নিন্দা জানিয়ে বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করতে আফতাব উদ্দিন নামক জনৈক ব্যক্তি মাস্তান বাহিনী সৃষ্টি করে নিরীহ লোকজনের উপর নির্যাতন চালিয়ে ঘরে ঘরে বিরোধ সৃষ্টি করে দিয়েছে।
আফতাবের কারণে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি একাডেমী স্কুল ও কলেজসহ শত শত বাড়ি ঘর নদী ভাঙনের শিকার হয়ে বিলীন হওয়ার পথে। বিভিন্ন জায়গায় তাড়া খেয়ে এখন ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গোলাপনগর বাঘা আরাবিয়া মাদ্রাসার ঘাটে এসে বালু তোলার অপচেষ্টা চালাচ্ছে। যার দরুন চরমভাবে ক্ষতির সম্মূখীন হচ্ছে ঐতিহৗবাহী এ মাদ্রাসাটি।
এ ব্যাপারে গোলাপগঞ্জের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এলাকা স্বার্থ রক্ষায় কাজ করার জন্য বক্তারা সবার প্রতি আহ্বান জানান। মানববন্ধনে শত শত জনতা সাদা কাপড় মাথায় বেধে উপস্থিত হলে পরে উত্তর বাজার থেকে এক মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজার এসে মিছিলটি শেষ হয়।
Comments
comments