জেলা প্রতিনিধি : জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি রায় আজ রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় খুলনা জেলা কারাগারে কার্যকর করা হবে।
ফাঁসির রায় কার্যকরের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষ। এর আগে ওই দুই বিচারক হত্যা মামলায় আরিফসহ সাতজনের মৃত্যুদন্ডের রায় প্রদান করেন আদালত।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাঁদের হত্যার করা হয়। সেই হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসাদুলের ফাঁসি কার্যকর করা হবে।
এর আগে ২০০৭ সালের ২৯ মার্চ ৬ জনের ফাঁসি কার্যকর হয়েছে। তারা হচ্ছে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক।
Comments
comments