Download Free BIGtheme.net
Home / বিনোদন / অন্তরঙ্গ দৃশ্যে ভরপুর ‘ওয়াজা তুম হো’র ট্রেলার (ভিডিও)

অন্তরঙ্গ দৃশ্যে ভরপুর ‘ওয়াজা তুম হো’র ট্রেলার (ভিডিও)

bdonline24_1775

বিনোদন ডেস্ক: ‘হেট স্টোরি’-র একের পর এক সংস্করণ থেকে সাম্প্রতিক কালের ‘ইশ্ক জুনুন’। সব সিনেমায় ইরোটিক থ্রিলারের ‘ট্যাগ’ দিয়েই লঞ্চ করা হয়েছে ট্রেলার। থ্রিলার কতটা মানুষের আগ্রহ তৈরি করতে পারে জানা নেই, উষ্ণ-অন্তরঙ্গ দৃশ্যের জন্যই এই সিনেমাগুলি চর্চায় থাকে।

এই তালিকায় নতুন নাম হিসাবে সংযোজন হতে চলেছে ‘ওয়াজা তুম হো’। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে বেশ কিছু পরিচিত মুখ রয়েছে। ‘বিগ বস’ খ্যাত সানা খান, টিভির পরিচিত মুখ গুরমিত চৌধুরী, রজনীশ দুগ্গল এবং শরমন জোশি।

ছবি কেমন হবে তা সময় বলবে, তবে ট্রেলার যে ইতিমধ্যেই সাড়া ফেলতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। গতকাল থেকে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ট্রেলারটি দেখেছেন। তার পুরো কৃতিত্বই দাবি করতে পারে ছবির উষ্ণ দৃশ্য।

Comments

comments

[X]