স্পোর্টস ডেস্কঃ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ।
রবিবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৬ উইকেটে ১৩৯ রানে খাবি খাচ্ছিল। এই ৬ উইকেটের ৫টি মেহেদীর। চা বিরতির পরই নিয়েছেন সবগুলো। প্রথম ইনিংসে ৮২ রানে নিয়েছিলেন ৬ উইকেট।
১৯ বছর ৫ দিন বয়সে অফ স্পিনার মেহেদী ম্যাচে ১০ উইকেট নিলেন। তাতে ইতিহাসের পঞ্চম সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড হয়েছে তার। বাংলাদেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট তার।
টেস্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটাও বাংলাদেশের। বাঁ হাত স্পিনার এনামুল হক জুনিয়র ১৮ বছর ৪০ দিন বয়সে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। সেটি ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০ রানে ১২ উইকেট নিয়েছিলেন এনামুল। ম্যাচটা ড্র করে ইতিহাসের প্রথম টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ।
এখন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মেহেদী। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ম্যাচে মেহেদীর দশম শিকার। গ্যারি ব্যালান্স ইনিংসে পঞ্চম শিকার।
বয়সের হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড মেহেদীর আগে আছেন ওয়াকার ইউনিস (১৮ বছর ৩৩৬ দিন), এল সিভারামকৃষ্ণানি (১৮ বছর ৩৩৩ দিন), ওয়াসিম আকরাম (১৮ বছর ২৫১ দিন) ও এনামুল জুনিয়র।
Comments
comments