Download Free BIGtheme.net
Home / জেলার খবর / মাদারীপুরে ঘটমাঝি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ১৫৩০ ভোটে জয়ী

মাদারীপুরে ঘটমাঝি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ১৫৩০ ভোটে জয়ী

photo_3326

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মাদারীপুরের স্থগিত হওয়া মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের ৩ কেন্দ্রের নির্বাচন ভোট গ্রহণ ও গননা শেষে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করছে মাদারীপুর জেলা নির্বাচন কমিশন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড্যভোকেট মো. বাবুল আক্তার নৌকা প্রতীকে তিনটি কেন্দ্রে ৩ হাজার ৭১২ ভোট পেয়েছেন। তিনি সর্বমোট ৭ হাজার ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল হাসান (বাদল ফকির) আনারস প্রতীকে ৩ কেন্দ্রে পেয়েছেন ৪১২ ভোট। তিনি সর্বমোট পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট।

জেলা নির্বাচন কমিশন জানান, মাদারীপুরে স্থগিত হওয়ায় দুইটি ইউপিতে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোগ গ্রহণ হয়েছে। এর মধ্যে ঘটমাঝি ইউনিয়ের তিনটি কেন্দ্র ও কালকিনি দুটি ওয়ার্ডে নির্বাচন হয়েছে। নির্বাচনে নিরাপত্তার জন্য নেয়া হয় ৭ স্তরের নিরাপত্তা বেষ্টনি। ৭ ওয়ার্ডে ৭টি কেন্দ্রের ৪৭টি বুথে ১০ হাজার ১২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি ওয়ার্ডে ছিল একজন করে ম্যাজিস্ট্রেট। এছাড়া পুলিশ, আনছার, ২ প্লাটুন বিজিপি, র‌্যাব ও স্ট্রাইকিং ফোর্স ছিল সার্বক্ষণিক। বিক্ষুদ্ধরা কিছু ঘটনা ছাড়া সুষ্ঠ ও সুন্দর ভাবে ভোটগ্রহনসহ গননা শেষ করে ফলাফল ঘোষনা করা হয়েছে। এর আগে গত নির্বাচনে ১৭৭৭ ভোট এগিয়ে থাকা মো. কাররুল হাসান (বাদল ফকির) আনারস প্রতিক আজকে ভোট গ্রহন শেষে তিনটি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ৪১২টি ভোট এবং স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে নৈাকা প্রতিক মোট ভোট পেয়েছেন ৩৭১২টি । তাই এড্যভোকেট মো. বাবুল আক্তার নৈাকা প্রতিক, ১৫৩০ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন।

Comments

comments