সাহাদ, গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বর নালীউরি আনওয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মঈন উদ্দিনের (মৌর মেছাব) ভাই মৃত নজির উদ্দিন সাহেবের দুতলা ভবনে অনুমানিক বিকাল ৪.৫০ মিনিটের সময় আগুন ধরে, বাড়ির প্রায়ই সবাই আমেরিকা ও লন্ডন প্রবাসি হওয়ায় মানুষ জন প্রায়ই কেহ নেই।
বাড়িতে থাকা মৌর মেছাবের ভাতিজা হেলাল উদ্দিন হঠাৎ ঘরের বাহির হলে তাহার চাচার দু-তলার ঘরের ভিতর আগুন দেখতে পেলে চিৎকার শুরু করলে পাশ্ববর্তী বাড়ির মানুষ এসে আগুন নিভাতে চেষ্টা করে এবং সিলেট ফায়ার সার্ভিসে ফোন করলে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
আগুনে দু-তলা ভবনের ৩টি রুমের রক্ষিত সম্পূর্ন মালামাল ও ভবনের দেওয়াল সহ প্রায়ই ১৫/২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে কি কারনে আগুন লেগেছিল সঠিক কোন কারন না পাওয়া গেলে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সার্কিট থেকে আগুন লেগেছিল।
Comments
comments