অনলাইন ডেস্ক: সিঙ্গাপুরে এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার লরিচাপায় তারা মারা যান এঘটনায় লরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত বাংলাদেশিরা গ্যামন কোম্পানিতে বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করতো। তারা দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলো। তখনই তাদের উপর দিয়ে একটি লরি চলে যায়।
সিঙ্গাপুরের সিভিল ডিফেন্স ফোর্স জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩৬ বছর বয়সী একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন খুতেক হাসপাতালে নেয়ার পর মারা যান।
দেশটির ল্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানায়, লরিটি রিভার্স করার সময় তাদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আরেকজন হাসপাতালে মারা যান।
দেশটির জনবল বিষয়ক মন্ত্রণালয় জানায়, এবিষয়ে তদন্ত করছে পুলিশ। চলতি বছর মে মাসেও দুর্ঘটনায় একজন বাংলাদেশি কর্মী নিহত হয়েছিলেন।
Comments
comments