স্পোর্টস ডেস্কঃ অনেকদিন থেকেই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নাসির হোসেন। অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে সুযোগ আসে এই অল-রাউন্ডারের। সেই ম্যাচে ব্যাটে-বলে পারফর্ম করে দলের জয়ে অবদান রাখেন নাসির।
কিন্তু নিউজিল্যান্ড সিরিজের ২২ জনের স্কোয়াডে আবার নেই নাসির হোসেন। শুক্রবার নিউজিল্যান্ড সফরের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেই স্কোয়াডে ছিলেন না নাসির হোসেন। শনিবার নাসিরকে প্রাথমিক স্কোয়াডে না রাখার কারণ জানালো বিসিবি।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নাসিরকে দলে না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘একই পজিশনের জন্য বেশ কজন ক্রিকেটার আছে। ছয়-সাত নম্বর জায়গায়টায় ওয়ানডেতে এখন আমাদের মোসাদ্দেক এসে গেছে। টেস্টে সাব্বির ভালো শুরু করেছে। তার পর শুভাগতও আছে, নাসিরের চেয়ে ওর স্পিন ভালো। তাহলে দেখুন, নাসির এখানে চার নম্বরে চলে গেছে।’
টেস্টে নাসিরের থেকে শুভাগতকে বেশি এগিয়ে রাখছেন বিসিবি প্রধান নির্বাচক, ‘আমরা শুভাগতকে অফ স্পিনার হিসেবেই বিবেচনা করছি। বড় দৈর্ঘ্যের ম্যাচে নাসিরের চেয়ে শুভাগতর বোলিং আরও কার্যকর। তাছাড়া এটা শুধু ক্যাম্পেরই দল। চূড়ান্ত দলে শুভাগত থাকতেও পারে, নাও থাকতে পারে। আপাতত বোলিংয়ে নাসিরের চেয়ে শুভাগত আমাদের কাছে এগিয়ে।’
তবে শুধু স্পিন অল-রাউন্ডার নয়, নাসিরকে দলে সুযোগ পেতে লড়াই করতে হচ্ছে সৌম্য সরকারের সাথেও! এই প্রসঙ্গে নান্নু বলেন, ‘এর বাইরেও সৌম্য আছে। নিউ জিল্যান্ডের জন্য ওকে আমরা অলরাউন্ডার হিসেবে ভাবছি। হয়ত নীচে ব্যাট করাতে পারি। সব মিলিয়ে নাসিরকে রাখা যায়নি। একই জায়গার জন্য এতজনকে রাখতে চাইনি আমরা।’
Comments
comments