Download Free BIGtheme.net
Home / জাতীয় / চলচ্চিত্রসহ দেশজ সংস্কৃতির চর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে : ইনু

চলচ্চিত্রসহ দেশজ সংস্কৃতির চর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে : ইনু

photo_3794

অনলাইন ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রসহ দেশজ কৃষ্টি ও সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। চলচ্চিত্রকে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘ধর্মের সাথে চলচ্চিত্রের কোনো বিরোধ নেই। চলচ্চিত্রসহ দেশজ সংস্কৃতিচর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।’

হাসানুল হক ইনু রোববার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান রাজা সড়কের ‘ফেডারেল সিনেমা’ হলে বাণিজ্যিকভাবে বাংলাদেশী সিনেমা ‘শিকারী’র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

‘কুয়ালালামপুরে শিকারী সিনেমার শুভমুক্তির মাধ্যমে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের মেলবন্ধন রচিত হলো উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন,এর মধ্যদিয়ে দু’দেশের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নূতন মাত্রা সংযোজিত হল। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহীদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, ‘প্রবাস জীবনে দেশের সিনেমা সুস্থ বিনোদন ও দেশীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটের সাথে নৈকট্যের অনুভূতি সৃষ্টি করবে।’

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়েছে, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং মালয়েশিয়ার এমবিসি ফিল্ম প্রোডাকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমবিসি প্রোডাকশনের প্রযোজক রাফি মীর। প্রবাসী বাংলাদেশীদের পাশাপশি বিপুলসংখ্যক ভারতীয়, নেপালী ও শ্রীলংকান নাগরিক উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত হন।

তথ্যমন্ত্রী শুক্রবার কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। অনুষ্ঠান শেষে আজ রোববার রাতেই তার দেশে ফেরার কথা। এদিকে, চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘শিকারী’র কুয়ালালামপুরে শুভমুক্তির মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশী সিনেমা রপ্তানী ও বাণিজ্যিক প্রদর্শনীর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।

Comments

comments