অনলাইন ডেস্কঃ ইন্টারনেট দারুণ কাজের এক জায়গা। এটা যেমন উপকারী, একই সময়ে তেমনই ভয়ংকর।
অনেক সময়ই মনে হয়, এই জাল থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারতাম? তবে এখন পর্যন্ত নিজেকে ইন্টারনেট থেকে মুছে ফেলার কোনো উপায় নেই।
সুইডিশ ডেভেলপার উইলি ডালবো এবং লিনাস উনিব্যাক তৈরি করেছেন ‘ডিসিট ডট মি (Deseat.me)’। এর মাধ্যমে কয়েকটি ক্লিকের ব্যবহারে আপনি ইন্টারনেট দুনিয়া থেকে পুরোপুরি হারিয়ে যাবেন।
একটি গুগল অ্যাকাউন্ট থেকে ডিসিট ডট মি’র ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর আপনি যত অ্যাপ এবং সেবা ব্যবহার করেছেন তা স্ক্যান করে বের করবে। সহজে ডিলিট করা যায় এমন লিঙ্কের মাধ্যমে এদের মুছে ফেলার ব্যবস্থা করবে।
আপনার যত অ্যাকাউন্ট রয়েছে তা খুঁজে বের করে ডিসিট ডট মি। কয়েকটি ক্লিকের মাধ্যমে সব মুছে ফেলা যায়। অবশ্য কত সময় লাগবে তা নির্ভর করে আপনি কতগুলো অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং এই তালিকা কত বড়।
যদি সোশাল মিডিয়ায় পেরেশানি হয়ে যান তবে এ কাজটি করতে পারেন। তা ছাড়া ইন্টারনেট ব্যবহার মানুষকে মানসিক চাপে রাখে। হয়তো বিষয়টি মন্দ নয়।
সূত্র: দ্য নেক্সট ওয়েব
Comments
comments