স্পোর্টস ডেস্কঃ সম্প্রতি হ্যাজ়েল কিচের সঙ্গে বিবাহ সম্পন্ন করছেন ভারতীয় দলের ক্রিকেটার যুবরাজ সিং। গোয়াতে তাঁদের হিন্দুমতে বিবাহ হয়। কিন্তু, বিয়ের পরই তিনি কান্নায় ভেঙে পড়েন। কারণটা জানেন কি ? শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।
বিয়ের সবকিছু রীতি শেষ হয়ে যাওয়ার পর, যুবরাজ মঞ্চে দাঁড়িয়ে তাঁর মা শবনম সিং সম্পর্কে কিছু কথা বলতে যান। ছোটোবেলা থেকেই মায়ের ছত্রছায়ায় তিনি বড় হয়ে উঠেছেন। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন যুবরাজ।
একটা সময় ছিল যখন গোটা বিশ্ব ভারতীয় দলের মিডল অর্ডার বলতে যুবরাজ সিংকেই চিনত। তারপর এল তাঁর জীবনে সবথেকে খারাপ সময়। ধরা পড়ল ক্যানসার। তবে সেটাও তিনি সাহসের সঙ্গেই জয় করেন। কর্কটের বিরুদ্ধে তাঁর এই জয়যাত্রা আজ অনেককেই অনুপ্রাণিত করে।
যুবরাজের থেকে এই কথা শোনার পর মা শবনমও চোখের জল ধরে রাখতে পারেননি। তাঁর থেকে গর্বিত আর কে হতে পারে !
Comments
comments