Download Free BIGtheme.net
Home / রাশিফল / তুলার নতুন প্রেম, শিক্ষায় সাফল্য কন্যার

তুলার নতুন প্রেম, শিক্ষায় সাফল্য কন্যার

bdonline24_77

আজ কেমন যাবে
তারিখ- ০৫/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আপনি দুই ধরনের লোকের সঙ্গে আজ মিলিত হবেন। এক ধরনের লোক আপনাকে খুলে তাদের মতামত জানাবে আর এক ধরনের লোক তাদের মনের কথা চেপে রাখবে। শিক্ষায় সাফল্য। প্রেম যোগ আজকের দিনের জন্য মিশ্র। নতুন ব্যবসায়ে উন্নতি। বিদেশ ভ্রমণের বাঁধা মুক্তি। যাত্রা যোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আপনি রাজি হন বা না হন সেদিকে নজর না দিয়েই আপনার কোনো আত্মীয় তার মতে আপনাকে কাজ করাতে চাপ দিতে পারে। কর্মে বাঁধা আছে। সমস্যা ব্যবসাতেও। তবে প্রেমে সফলতা লাভ করবেন। দাম্পত্য সুখের পথে বাঁধা আসতে পারে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯

মিথুন: (২২মে –২১ জুন)
সম্পর্কে দূরত্ব কমবে। প্রেমের মধ্যে কোনো ভুল ধারণা থাকলে সেটা মিটে যাবে। পারিবারিক দ্বন্দ্ব বাড়তে পারে। কর্মে উন্নতিতে বাঁধা আছে। ব্যবসায়ে লাভ বাড়তে পারে। তবে ভ্রমণে বাঁধা। পথে চুরি বা ছিনতাই থেকে সাবধানে থাকবেন। যাত্রা যোগে বাঁধা আসবে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন–২২ জুলাই)
আপনার চাওয়া-পাওয়ার মধ্যে যে পার্থক্য তা নিয়ে মনে মনে কিছুটা বিরক্তি থাকবে। নতুন বন্ধুত্ব আপনাকে জীবনের নতুন দিক দেখাতে পারে। পরিচিত মানুষের থেকে সাহায্য লাভ করবেন। শিক্ষায় সাফল্যের যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  
এ রাশির জাতকেরা সঙ্গীকে ছাড়া আনন্দের পরিবেশেও কিছুটা একাকীত্ব বোধ করবেন। সম্পত্তি লাভের পথে বাঁধা মুক্তি। বন্ধুর সাহায্য পেতে পারেন। তবে দূর হবে প্রেমের সংশয়ও। নতুন ব্যবসায়ে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
লক্ষ্যে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। গোপন শত্রুতা থাকলেও আপনি এগোতে সক্ষম হবেন। পরিবারে আত্মীয়দের প্রবেশ সমস্যাকে অনেকটা বাড়িয়ে দেবে। পথে বাঁধা ও যাত্রায় সমস্যার যোগ আছে।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
প্রেমের ক্ষেত্রে আপনার প্রতি পদক্ষেপ সতর্কভাবে ফেলতে হবে। উত্তেজনা বা সাময়িক আনন্দের জন্য এমন কিছু করবেন না যা আপনাকে পড়ে বিপদে ফেলতে পারে। আত্মীয়দের আগমন আপনাকে আনন্দিত করবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং সাদা,   শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রশংসা করে আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে আপনারই কোনো আত্মীয়। ধার্মিক চিন্তা আপনার মনকে শান্তি দেবে। পথে সমস্যার যোগ আছে। বিদেশ যাত্রায় বাঁধা আছে। আর্থিক উন্নতিরও যোগ আছে।

শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ১৮

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
নিজের শখ পূরণে সফল হবেন এই রাশির জাতকরা। নতুন ব্যবসার পরিকল্পনায় সমস্যা হলেও নতুন সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে বাঁধা আসতে পারে। পরিবারে মতবিরোধের যোগ আছে। আর্থিক যোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা:  ৩

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  
কর্মে উন্নতির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়েতে পারে আপনার শারীরিক সমস্যা। প্রেমে বাঁধা আসতে পারে। দাম্পত্যে সমস্যার যোগ আছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন। ভূগতে পারেন পেটের পীড়ায়ও। শুভ দিক উত্তর।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রেম যোগ শুভ, তবে প্রেমের সম্পর্কের চাহিদা মেটাতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানকে নিয়ে চিন্তার অবসান হবে। দাম্পত্যে সফলতার যোগ আছে। বিনোদনের সুযোগ আসবে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মুখের উপর কড়া ভাষায় কথা বলতে পারে আপনারই কোনো কনিষ্ঠ। ফলে আপনার অসম্মান হতে পারে। সুগার, উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণ যোগ আছে। যাত্রায় শুভ ফল। শুভ দিক পশ্চিম।

শুভ রং: বাদামি,  শুভ সংখ্যা: ১১

Comments

comments

[X]