অনলাইন ডেস্কঃ সিলেটে কথিত প্রেমিকের চাপাতির কোপে আহত খাদিজা আক্তার নার্গিসের অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা।
আজ বুধবার সকালে মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট এবং স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ড. মির্জা নাজিম উদ্দিন বলেন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা সম্ভব না। তার অবস্থা সংকটাপন্ন হলেও আমরা এখনও আশাবাদী।
নার্গিসকে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে নেওয়ার মতো অবস্থায় নার্গিস নেই। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পরিবারের সম্মতি নিয়ে নার্গিসের অস্ত্রোপচার হয়। ওই সময় ড. মির্জা নাজিম উদ্দিন জানান, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথায় ও হাতে অসংখ্য কোপের আঘাত রয়েছে।
সোমবার বিকালে নার্গিসকে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়।
Comments
comments