Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / ‘নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচন কমিশন দুর্বল’

‘নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচন কমিশন দুর্বল’

অনলাইন ডেস্ক:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন । এ সময় নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকায় রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সেই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনকালীন সরকার নিয়েও একইভাবে উদ্যোগ নেবেন বলে মনে করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেছেন, “নির্বাচনকালীন সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে শক্তিশালী নির্বাচন কমিশনও কিছু করতে পারবে না। ”

তিনি আরও বলেন, “তারা রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবন যাচ্ছেন। তাই আশা করছি তাদের দলের উত্থাপিত ১৩ দফার আলোকেই হবে এই আলোচনা। সেই সঙ্গে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে। তবে নির্বাচন কমিশন যতই নিরপেক্ষ হোক না কেন, নির্বাচনকালীন সহায়ক সরকার নিরপেক্ষ না হলে তারা কাজ করতে পারবে না। “

Comments

comments