Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা নয়

দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা নয়

অনলাইন ডেস্ক: রাজনৈতিক দলের প্রতীক হিসেবে যেন দাঁড়িপাল্লা ব্যবহৃত না হয়, সেই প্রস্তাব নির্বাচন কমিশনকে (ইসি) দেবেন সর্বোচ্চ আদালত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা তাই কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।

গতকাল সোমবার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস অডিটরিয়ামে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা ওই সভায় অংশ নেন।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, দাঁড়িপাল্লা যেন প্রতীক হিসেবে ব্যবহার করা না হয়, সে বিষয়টি জানিয়ে আগামীকাল বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে।

Comments

comments