অনলাইন ডেস্কঃ ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে শেষ মুহূর্তে এসেও সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রবিবার সারাদেশব্যাপী ডাকা বিক্ষোভ কর্মসূচির সমর্থনে মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর কোথাও দলের নেতাকর্মীদের বিক্ষোভ-মিছিল করার সংবাদ পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মীশূন্য অবস্থায় রয়েছে। এছাড়া দেশের কোথাও নেতাকর্মীদের বিক্ষোভ করারও সংবাদ পাওয়া যায়নি।
Comments
comments