স্পোর্টস ডেস্ক: গতকাল বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনটি সাকিব ও মুশফিকের রেকর্ড জুটিতে (৩৫৯) নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি (২১৭) এবং মুশফিকুর রহিমের ১৫৯ রানের ওপর ভর করে ৭ উইকেটে ৫৪২ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ।
বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়ে ফিরেন সাকিব আল হাসান।নিল ওয়াগনারের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২৭৬ বলে ২১৭ রান করতে ৩১টি চার হাঁকান সাকিব।
এই ইনিংসেই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নেন তিনি। সাকিবের আউটের পর ছুটে এসে তার সঙ্গে হাত মেলান নিউ জিল্যান্ডের খেলোয়াড়রা।
বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজে যে কোনো জুটিতে সর্বোচ্চ রান এখন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। ৩৫৯ রানের জুটিতে তারা পেছনে ফেলেন মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালামকে। নিউ জিল্যান্ডের দুই ব্যাটসম্যান ২০১০ সালে হ্যামিল্টনে ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ৩৩৯ রানের জুটি।
Comments
comments