Download Free BIGtheme.net
Home / জাতীয় / শান্তি কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি

শান্তি কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি

অনলাইন ডেস্কঃ দুনিয়া ও আখেরাতের শান্তি কামনার পাশাপাশি বিশ্বমুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।

আজ রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় তার সঙ্গে হাত তুলেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন তারা।

গত শুক্রবার বাদ ফজর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিয়েছেন দেশের ১৭টি জেলার লাখো মুসল্লিসহ অর্ধশতাধিক দেশের কয়েক হাজার মুসল্লি।

এ বছর দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লিরা।
প্রথম পর্বে অংশ নিয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর জেলার মুসল্লিরা।

Comments

comments