Download Free BIGtheme.net
Home / জাতীয় / আখেরি মোনাজাতে জনস্রোত

আখেরি মোনাজাতে জনস্রোত

অনলাইন ডেস্কঃ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগমুখী হয়েছেন ধর্মপ্রাণ কয়েক লাখ মুসল্লিরা। আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে মুসল্লিরা এসেছেন তুরাগ তীরে। তবে ঢাকা ও এর আশপাশ থেকে অনেকে পায়ে হেঁটে, রিকশা ও ভ্যানযোগেও আসতে দেখা গেছে।

ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়া ও আশপাশের এলাকাজুড়ে মানুষের বাঁধভাঙা স্রোত নেমে আসে। সবার উদ্দেশ্য আখেরি মোনাজাতে অংশ নেয়া আর আল্লাহর নৈকট্য লাভ করা।

এবারও আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে ইমান আমল মজবুত করতে হেদায়েতি বয়ান করেন শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ।

আজ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আগামী ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে।

Comments

comments