Download Free BIGtheme.net
Home / খেলা / হীরা মনির সোনা জয়

হীরা মনির সোনা জয়

স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে প্রথম সোনা জিতেছেন হীরা মনি। সোমবার ঢাকায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে মেয়েদের রিকার্ভ বোয়ের এককে হীরা ৬-৪ গেমে আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে হারিয়েছেন।

এই দারুণ প্রাপ্তির পর হীরা মনি বললেন, “আমার খুবই ভালো লাগছে। দেশের জন্য একটা কিছু করতে পেরেছি এতেই বেশি খুশি লাগছে। আমার বড় আপুরা, কোচ স্যার সবাই আমাকে বুঝিয়েছেন যেন হাল ছেড়ে না দিই। সবাই বলেছেন, এত দূর এসেছ; তোমাকে সোনা জিততেই হবে। “

সবার স্বপ্ন পূরণ করার পাশাপাশি একটি প্রস্তুতিও সেরে রাখলেন হীরা মনি। পেলেন আত্মবিশ্বাস। কারণ ঢাকায় আগামী নভেম্বরে বসছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। সেখানেও দারুণ কিছু করার প্রত্যয় এই আর্চারের কণ্ঠে।

ঠাকুরগাঁওয়ের মেয়ে হীরা ২০১০ সালে বিকেএসপিতে আর্চারিতে সুযোগ পান। এরপর ২০১৩ সালের বাংলাদেশ গেমসে মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন হীরা। এ ছাড়া জাতীয় প্রতিযোগিতায় দলগত সোনা জিতেছিলেন। তবে এবারই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন।

Comments

comments