Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / অত্যাধুনিক মিসাইল বানাচ্ছে চীন, চিন্তিত ভারত ও আমেরিকা

অত্যাধুনিক মিসাইল বানাচ্ছে চীন, চিন্তিত ভারত ও আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ শক্তি বাড়াচ্ছে চীন৷ মার্কিন ও রুশ মহাশক্তিকে টেক্কা দিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি করছে লাল চীন৷ প্রেসিডেন্ট শি জিনপিং-য়ের নেতৃত্বে ঢেলে সাজানো হচ্ছে চীনাফৌজকে৷ চীনের এই সমরসজ্জার পিছনে যে দুরভিসন্ধি রয়েছে তা দক্ষিণ চীন সাগরে তাদের আগ্রাসন থেকে স্পস্ট৷ খবর সংবাদ প্রতিদিনের। চীনের এই ক্রমবর্ধমান সামরিক ক্ষমতায় চিন্তিত ভারত ও আমেরিকা৷

এমনই পরিস্থিতিতে প্রকাশ্যে এক এক চাঞ্চল্যকর খবর৷ চীনা সংবাদমাধ্যম সূত্রে খবর, লালফৌজ একটি অত্যাধুনিক মিসাইল বানাচ্ছে যা আকাশ থেকে আকাশে হামলা করতে সক্ষম৷ এই দুরপাল্লার ক্ষেপনাস্ত্রটি দৃষ্টিসীমার বাইরে থাকা শত্রুপক্ষের যুদ্ধ বিমান ও জ্বালানিবাহী বিমান মুহূর্তে ধ্বংস করে দিতে পারবে৷ ইতিমধ্যে চীনের হাতে মজুত রয়েছে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম মিসাইল৷

গতবছর প্রথমবার চীনা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে মিসাইলটির ছবি৷ সেখানে দেখা যাচ্ছে একটি J-11B যুদ্ধ বিমানে লোড করা ছিল মিসাইলটি৷ চীনা যুদ্ধ বিমানগুলিতে থাকবে এই মিসাইল বলেও জানা যাচ্ছে৷ সূত্রের খবর, প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপনাস্ত্রটি৷

সম্প্রতি, তাইওয়ানের জলসীমানায় ঢুকে পড়েছিল চীনা বিমানবাহী রণতরী লিয়াওনিং। রেডারে সেই ছবি ধরা পড়তেই তড়িঘড়ি যুদ্ধজাহাজ, রণতরী পাঠিয়েছিল তাইপেই। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে অস্ত্র মোতায়েন করছে বেজিং৷ দৈত্যাকৃতির অ্যান্টি-এয়ারক্রাফট গান, ক্লোজ ইন উইপন সিস্টেম বসছে কৃত্রিম দ্বীপে৷

কৃত্রিম মার্কিন উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, যুদ্ধবিমান, রণতরী থেকে ছোঁড়া ক্রুজ মিসাইলকেও রুখে দিতে পারবে চিনা প্রতিরক্ষা ব্যবস্থা৷ পাল্টা হামলা চালাতেও তৈরি সাংঘাতিক সব অস্ত্র৷ চিনের এই আগ্রাসনের কড়া প্রতিবাদ জানিয়েছে আমেরিকা৷ প্রয়োজনে স্বার্থ রক্ষায় শক্তি প্রয়োগেও পিছপা হবে না বলেও জানিয়েছে ওয়াশিংটন৷

Comments

comments