অনলাইন ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র এবং ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী।
প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথমদিন কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতবছরের তুলনায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন। বিদেশের আটটি কেন্দ্র থেকে মোট ৪৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ সকালে ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
Comments
comments