অনলাইন ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার দুপুরে সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি।
এ সময় ফিলিস্তিনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেন সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন। পরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর ১ টা ৫৯ মিনিটে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করে স্মৃতিসৌধে একটি বকুল ফুলের গাছের চারা রোপণ করেন। ২টা ১০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হন।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকসহ সাভারের স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান জাতীয় স্মৃতিসৌধে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন।
তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে এটাই বাংলাদেশে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।
Comments
comments