জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি আলুটিলা পর্যটন এলাকায় ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় ও ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় ববি চাকমা নামে আরেকজনের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় ববির মা ও ছোট বোনও মারা গেছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও খাগড়াছড়ি পুলিশ জানান, বটতলী এলাকায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। এ সময় মালবোঝাই ট্রাক নং-চট্ট মেট্রো-১১-৩৮০০ খাগড়াছড়ি আসার পথে সমাগত লোকজনের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে শিশুসহ ৭ জন নিহত হয়। ঘটনায় আহত হয় আরো ১৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চাপা দেওয়ার পর ট্রাকটি সটকে পড়ে। পরে খাগড়াছড়ি থেকে পুলিশ ট্রাকটি আটক করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ব্রিগেডের কর্মীরা দ্রুত হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
Comments
comments