Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে তুষার ধসে নিহত ১৪

পাকিস্তানে তুষার ধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে তুষার ধসে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আজ রোববার দেশটির চিত্রল জেলার শেরশাল এলাকায় এ তুষার ধসের ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

খবরে বলা হয়, নিহতদের মধ্যে ছয় শিশু, ছয় নারী এবং দুই জন পুরুষ রয়েছেন।

রোববার দেশটির চিত্রল জেলার শেরশাল এলাকায় এ তুষার ধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয় শিশু, ছয় নারী এবং দুই জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন চিত্রলের স্কাউটস কমান্ড্যান্ট নিজামুদ্দিন শাহ।

তিনি বলেন, ধসের কারণে নিহত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৫টি বাড়ি তুষার ধসের নিচে চাপা পড়ে। এর মধ্যে অন্তত ৫টিরও বেশি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়।

তবে ধসে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।

জানা যায়, গত দুই দিন ধরে ভারী তুষারপাতের কারণে তুষার ধসের আশংকা দেখা দেয়। এ কারণে ওই এলাকার বেশিরভাগ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। যারা রয়ে গিয়েছিল তারাই ধসের কারণে হতাহত হন।

অন্যদিকে অপর একটি তুষারধসে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় সাত সীমান্তরক্ষী সদস্য আহত হয়েছেন।

Comments

comments